অনিকের সিনেমা করতে আসা অনেকটা হঠাৎ করেই-কিন্তু তারপর থেকেই সবকিছু বদলে যেতে থাকে। সিনেমা যেন ওর জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সিনেমার প্রেম,প্রেমহীনতা,অস্থিরতা থেকে অনিক যেন কোনোভাবেই বের হতে পারে না। সিনেমার নাম ‘অবিশ্বাস’ – আর সেই অবিশ্বাস চেপে বসে অনিকের বাবা, অনিমেষ চৌধুরী আর মা,নার্গিস সামদানির জীবনে