কবি স্বপ্নীল হাসান ইমন ইতিমধ্যেই কবি হিসেবে বেশ সফলতার পরিচয় দিয়েছেন। তার ‘আমি এবং আপনার ছদ্মবেশ’ এরকম একটি বই উপহার দিতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত। গ্রন্থটির সব কবিতাই প্রাণে অন্যরকম অনুভূতির সঞ্চার করে। কোনো কোনো কবিতায় উঠে এসেছে জীবনবোধের বাস্তবতার কারুকাজ। কোথাও উঠে এসেছে সোচ্চার কবি কণ্ঠের বিদ্রোহী হুংকার। আবার কোথাও কবি তুলে ধরেছেন মিলন—বিরহের সকরুণ চিত্র।
পরিশেষে আশাকরি সুধী পাঠকসমাজ বইটির যথাযথ মূল্যায়ন করবে এবং বইটি তার প্রকৃত সুনাম কুড়িয়ে আনতে সক্ষম হবে। কবি—জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।