বেলা বয়ে যাক ব্যস্ততার ভিড়ে;
তুমি ফিরে যাও অজুহাতের নীড়ে।
ওগো গগনের রব;
ক্ষমিও মোর প্রিয়জনের যত গুনাহ্ আছে সব।
আমি আবু-সালেহ্ আহমদ ও সোহেল রানা উভয় নামেই পরিচিত বন্ধু-স্বজনদের নিকটে। জন্ম হয়েছিল বরিশাল বিভাগের, পটুয়াখালী জেলার, কলাপাড়া থানায়, আনুমানিক কোন এক কার্তিকের গোধূলি শেষে। আমার শৈশব-কৈশোর ও বর্তমান অবস্থান চট্টগ্রাম, নাসিরাবাদ, কুঞ্জছায়ায়। পিতা ইউসুফ হাওলাদার ও মাতা সখীনা হাওলাদার। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে আমি সবার ছোট।