ইভান ইয়েফ্রেমভ সম্ভবত বাংলায় সবচেয়ে বহুল পঠিত সোভিয়েত কল্পবিজ্ঞান রচয়িতা। ‘ফেনার রাজ্য’ তার রচিত এক ফ্যান্টাস্টিকা। বাংলাদেশের সেরা অনুবাদকদের একজন সিদ্দিক মাহমুদুর রহমান এর অনুবাদের সাবলীলতায় আপনি মুগ্ধ হতে বাধ্য। ইভান ইয়েফ্রেমভ এর রচনা আর সিদ্দিক মাহমুদুর রহমান এর অপূর্ব অনুবাদ এর জগৎ-এ আপনাকে স্বাগতম।