নৈতিক প্রকৃতিবাদ নৈতিক অবধারণ বিষয়ক একটি পরানীতিবিদ্যক মতবাদ।নীতিবিদ্যারি ইতিহাস পর্যালোচনা করলে নীতিবিদ্যায় তিনটি ধারা দেখা যায়।এগুলো হলো- আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, পরানীতিবিদ্যা এবং প্রায়োগিক নীতিবিদ্যা।পর-নীতিবিদ্যা মূলত আদর্শনিষ্ঠ নীতিবিদ্যায় ব্যবহৃত নৈতিক ভাষারধারণাগত ও যৌক্তিক বিশ্লেষণ করে থাকে।