আমি তো হারিয়ে গেছি ভুল ঠিকানায়-
বারবার খুঁজি তারে, অন্ধকারে হায়!
আমি আর সে বিরহের জালে আবদ্ধ নয় কবি!
যাতনা ভুলে থাকার ক্লান্তিহীন এক প্রতিচ্ছবি।
চোখ দেখে বলতে পারি তুমি কি চাও?
আমি রাজি, যদি তুমি সঙ্গী করে নাও।
এভাবে বেঁচে থাকলে কী লাভ? জানি না,
বুজতে পারি আমার পরাজয় হবে।
মরলেও তো কষ্ট আর অনুশোচনা
নিয়েই থাকতে হবে, একাকী নীরবে ।