এক সময় শ্লেষ, বিদ্রুপ, সামাজিক-জ্ঞান ও উপদেশের রােশনাই ছড়িয়ে প্রবাদ ঢুকে পড়েছিল হেঁসেল থেকে বৈঠকখানায়। কিছু প্রবাদের মধ্যে আমরা পাই সে-সময়কার জীবনযাত্রা, মূল্যবােধ, ধর্মীয় প্রভাব ও লােকসংস্কৃতির প্রতিচ্ছবি। সময় পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে মূল্যবােধ, প্রবাদ ও কুসংস্কার। প্রাচীন থেকে বর্তমানের নানা প্রবাদের উদ্ভব, বিকাশ এবং সেগুলাে সংস্কার না কুসংস্কার—এইসব নিয়ে বর্ণের অনুক্রমে গভীর বিশ্লেষণধর্মী এই অনন্য গ্রন্থ।