জলজ্যোৎস্না একালের এক সংগ্রামী জীবনতারুণ্যে ভরা অনার্স পড়ুয়া দরিদ্র পরিবারের কলেজ শিক্ষার্থী। যার জন্ম আর বসবাস এমন এক দ্বীপগাঁয়ে যেখানে শিক্ষা আর বিদ্যুৎ এর আলো কিছুই পৌঁছাতে পারে নাই অদ্যাবধি। অন্ধকারাচ্ছন্ন জলজ্যোৎস্নার জলদাস গাঁয়ে এক শীতের রাতে আয়োজন করা হয় জলজ্যোৎস্নার স্বয়ম্বরা সভার।