পরম যত্নে, আশায় আর স্বপ্নে লালিত হয় সে বিশ্বাস, যাপিত জাগতিক পরা জাগতিক জীবনবোধ। যাযাবর মহাকালে বোহেমীয় স্রোত কোথাও স্বযত্নে, কোথাও দুর্দান্ত দৈব দহনে আবার কোথাওবা স্ববিরোধী প্রয়োজনে আপন করে নেয় বিরহের আস্ফালণ, বিচ্ছেদের অন্তর্জ্বালা। কালের চোরাবাঁকে হারিয়ে যায় রোদ্দুরে, ফেরে না সে স্পন্দন, মায়া, প্রাত শিশিরে আর ভেজে না মালতীমালা। স্মৃতির কাননে আগুন জ্বেলে থেকে থেকে আলো বিলায় চোরা রোদ্দুর, ফেলে আসা জীবনে। সমৃদ্ধ শব্দের গাঁথুনি, নির্জলা ছন্দের স্পন্দন, উপমার ঔদার্য আর প্রাণবন্ত পঙক্তিমালায় এই প্রাণোজ্জ্বল প্রোজ্জ্বলন পাঠক হৃদয়ে ছড়াবে নিঃসন্দেহে ভালোবাসার আকণ্ঠ উত্তাপ। রোমান্থিত হবে পাঠক হৃদয় উত্তাল রোদ্দুরের ঢেউ সাঁতরে আসা এ গ্রন্থের প্রতিটি কবিতায়।