পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি, যিনি আমাকে এই সুন্দর ধরাধামে প্রেরণ করেছেন। সাহিত্য এমন একটি খেলা, যে খেলায় রয়েছে কেবল আনন্দ। সাহিত্য খেলার মাধ্যমে আত্মিক বৃদ্ধিসাধন ঘটে। তাই আমি সাহিত্য পড়ি এবং ছেলেবেলা হতে লেখালেখি শুরু করি।
‘মন ধনুর সাত রঙ’ এটি আমার দ্বিতীয় একক কাব্যগন্থ। রং ধনুর যেমন সাতটি রঙ আছে, তেমনভাবে মানুষের মনটাও বিভিন্ন রঙে রাঙ্গা। বয়স এবং পারিপার্শ্বিকতানুযায়ী মানুষের মনের মধ্যে এইসব রঙের দেখা মেলে। শিশুরা মিষ্টি, মধুর, তুলতুলে রঙের অধিকারী; দেশ—প্রেমিকগণ দেশপ্রীতি নামক উদার রঙের অধিকারী; প্রেমিক তার প্রিয়ার জন্য সদা অনুরাগের রঙ হৃদয় মাঝে ধারণ করেন; অকুতোভয় বিদ্রোহীগণ, বিপ্লবী রঙের বলে যুগে যুগে অন্যায়ের অবসান ঘটিয়েছেন; ধার্মিক ব্যক্তিগণ, খোদাপ্রীতি রঙের নির্দশনায় খোদার সন্ধান করেন। মানুষের মন এরূপ নানান রঙে রাঙ্গা। আমার মনাকাশে এরূপ নানান রঙ উদিত হয়। মনাকাশ হতে সাতটি রঙের ছাঁপ আমি ‘মন ধনুর সাত রঙ’ কাব্যগন্থটিতে দেবার চেষ্ঠা করেছি। আশা করি বইটি সব বয়সের পাঠকের নিকট গ্রহণযোগ্য হবে।