জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল। সে ছিল ফুলের মতো পবিত্র নিষ্পাপ একজন শিশু। ১৯৭৫ সালে মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের সাথে শিশু রাসেলকেও হত্যা করেছিল খুনিদল। ছোট্ট রাসেলকে মা, বাবা, ভাই, ভাবি ও চাচাসহ সবার লাশের পাশ দিয়ে হাঁটিয়ে নেয়া হয়। যাদের স্নেহ-আদরে হেসে খেলে রাসেল বড় হয়েছে তাদের নিথর দেহগুলো পড়ে থাকতে দেখে চিৎকার করে কেঁদেছিল সে। চিৎকার করে করে বলেছিল, ‘মায়ের কাছে যাবো’। কিন্তু খুনিরা মায়ের কাছে নিয়ে যাওয়ার মিথ্যা কথা বলে বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দিয়েছিল ছোট্ট রাসেলের বুক।