সা¤প্রতিক করোনার থাবায় সভ্যতার ত্রাহি ত্রাহি অবস্থাকে অংকন করতে গিয়ে এমন বলেছেন।
মোট কথা কবি লায়লা আহমেদ সেলিনা অতি সাধারণ মাটি ও মানুষের কবি, প্রণয় ও প্রীতের কবি সাধারণের হৃদয়ের কথাগুলো তাঁর কলমে হৃদয়গ্রাহী করে উপস্থাপন করেন বিধায় পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। সকল আধুনিক কবিতাপ্রেমীর কাছে তাঁর অত্যন্ত যত্নে অঁাকা কবিতার ক্যানভাস “অলীক স্বপ্ন” অলীকতার রাজ্য থেকে পাঠককে আলোকিত গন্তব্যে ঠিকই পেঁৗছে দেবে বলে আমার প্রত্যাশা নয় বিশ্বাস। একটা গ্রন্থের কাব্যালোচনা এই ছোট পরিসরে করা কখনোই সম্ভব নয়, যদি সব কবিতার কাব্যালোচনা করতে যাই তবে আর একটা বই হয়ে যাবে এখানে সীমিত পরিসরে অনেক কালজয়ী কাব্যের উদ্ধৃতি দেয়া সম্ভব হয়নি, পরিশেষে কবির দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ “অলীক স্বপ্ন” কাব্যগ্রন্থের বিপুল পাঠকপ্রিয়তা কামনা করছি।