বিভিন্ন সময়ে লেখা আমার সাতটি একাংক নাটকের এই সংকলন প্রকাশ আমার পক্ষে এক পরম আনন্দের ঘটনা। এদের মধ্যে চারটির উৎস বিদেশি নাটক। দুটি নাটিকার আখ্যান ভর করে আছে আমাদের কালের দুই প্রখ্যাত বাঙালি কথা-সাহিত্যিকের রচনার উপর। সব ক্ষেত্রেই যথাস্থানে মূল উৎসের উল্লেখ আছে। এদের মধ্যে রাত্রি আমার প্রথম জীবনের নাটক। প্রযােজনা করেছিলেন নান্দীকার। নির্দেশনা অজিতেশ বন্দ্যোপাধ্যায়। দ্রব্যগুণ ও ‘রজনীগন্ধার মামলা, প্রযােজনা করেছিলেন থিয়েটার ওয়ার্কশপ। তবে ‘রজনীগন্ধার মামলা’ তার আগে সংঘশ্রী নামের একটি দল অভিনয় করেছিলেন। হাতে ‘হ্যারিকেন’ মঞ্চস্থ করেছিলেন কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র। ‘ভিক্ষুক অথবা মৃত কুকুর’ অভিনয় করেছিলেন শৌভিক সাংস্কৃতিক চক্র। বাকিগুলি এখনও মঞ্চস্থ হয়নি।