আসসালামু আলাইকুম
মহান রবের অশেষ দোয়ায় আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ্
অনেক প্রতিক্ষা এবং পরিশ্রমের পর আমাের সন্তুস্ট যৌথ কাব্যগ’ন্থ দুঃখ সুখের সারাংশ” শিরোনামের গ্রন্থটি প্রকাশিত হলো।
এই কাব্যগ্রন্থে দেশের বিভিন্ন জেলার নবীন—প্রবীন সর্বমোট ৪২ জন লেখকের ১১৪ টি কবিতা নিয়ে সংকলন করা হয়েছে।
আমরা অত্যান্ত আনন্দিত যে, নবীন—প্রবীন সকল কবির মানসম্মত কবিতা বাছাই করার মাধ্যমে বাংলাদেশের বই প্রেমি সকল শ্রদ্ধাবান ব্যক্তির একটি কাব্যগ্রন্থ উপহার দেওয়ার চেষ্টা করেছি।
প্রিয় শুভাকাংক্ষিবর্গ আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি নিভুর্ল ভাবে কাজ শেষ করতে। তবুও যি কোন ত্রুটি লক্ষণীয় হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
পরিশেষে প্রকাশক আল—আমিন রহমান সহ এই কাব্যগ্রন্থের সাথে সংশ্লিষ্ট সকল শুভাকাংক্ষির প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করি সম্মনিত লেখক এবং কাব্যপ্রেমি পাঠকগণ নিজের সুখ দূঃখের সারাংশের সাথে “তুমি আমার দূঃখ সুখের সারাংশ” বইটির মিল খুঁজে পাবেন ও গ্রন্থটি আপনাদের সকলের মনে সাড়া জাগাবে।