“কালিমাহ” বলতে উদ্দেশ্য দ্বীন ইসলামের পাঁচটি র“কনের প্রথম রুকন। ইসলামের রুকন পাঁচটি হলো: কালিমাহ, ছলাত, যাকাত, ছিয়াম ও হাজ্জ। ইসলামের রুকন কালিমাহ অর্থ ও মর্মগতভাবে একটিই। “কালিমাহ” এর শব্দগত দিক দেখলে বহু রকমের শব্দে পাওয়া যাবে। অসুস্থ একটি অনুসন্ধানেই প্রায় ২০ রকম শব্দের একটা তালিকা হয়েছে। এ সমস্ত শব্দের নির্দেশনা হচ্ছে একটিই তা হলো সর্বক্ষেত্রে আল্লাহর একত্ব বা আল্লাহ এক তার স্বীকৃতি দান, বিশ্বাস ও বাস্তবায়ন করা এবং মুহাম্মাদ (সা.) আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য শিক্ষক ও আল্লাহর বিধি-বিধানের একমাত্র বর্ণনাকারী নাবী ও রসূল।
এর সবচেয়ে প্রসিদ্ধ ও সংক্ষিপ্ত শব্দগুলো হলো لا إله إلا الله “ লা ইলাহা ইল্লালাহু” অর্থাৎ আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই। اشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله “আশহাদু আল্লা ইলা-হা ইলল্লালাহু ওয়া আন্না মুহাম্মাদার রসূলাল্লাহু” অর্থাৎ আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মাবূদ নেই আর মুহাম্মাদ (সা.) হচ্ছে আল্লাহর রসূল। لا إله إلا الله محمد رسول الله লা ইলা-হা ইল্লালাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ “আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই আর মুহাম্মাদ (সা.) আল্লাহর প্রেরিত রসূল।