আদিমতম এক অপদেবতার আবার পুনরুত্থান ঘটেছে। পৃথিবীর মানুষকে শেষ করে ফেলাই তার উদ্দেশ্য। তার মোকাবিলা করার জন্য প্রকৃতি বেছে নিয়েছে এতিমখানায় বেড়ে ওঠা এক কিশোর হিমালয়কে। সে কি পারবে লক্ষ বছর আগে ফ্রে, থররা যা করেছিল তা করে দেখাতে? অস্ত্র হিসেবে আছে বহু বীরের সঙ্গী এক আদিম দেবতার তলোয়ার আর ওর নিজস্ব এক বিশেষ ক্ষমতা।