হামদ ও সলাতের উপর সাধারণ মুসল্লীদের অনেকেরই সিজদায়ে সুহুর হুকুম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তার উপর আমল করা হয় না। যখন সিজদা দেয়া ওয়াজিব তখন তা ছেড়ে দেয়, আবার যখন সিজদার প্রয়োজন নেই তখন তা দিয়ে থাকে। সিজদা যখন সালামের পরে দিতে হবে তখন সে তা সালামের আগেই দিয়ে দেয়, আবার কখনও সালামের আগে সিজদা দিতে হবে কিন্তু সে সিজদা দেয় সালামের পরে। এ সমস্ত কারণে মাসআলাটি জানা থাকা প্রত্যেক মুসল্লীর জন্য অপরিহার্য্য বিষয়।এছাড়া অসুস্থ ব্যক্তির সলাত পড়ার সঠিক নিয়ম কি তা জানা যাবে এ বইটিতে।