একটি অনবদ্য জীবনী গ্রন্থ। যা পাঠ করলে হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী রহ এর জীবনেতিহাস সম্পর্কে অনেক কিছুই জানা যাবে। জানা যাবে, তার তাকওয়া-খোদাভীতি, ন্যায়-ইনসাফ, আল্লাহমুখিতা ও পরহেযগারীতার উত্তম নমুনা। এই গ্রন্থটির চাহিদা পাঠকমহলে বিপুলরূপে সমাদৃত হওয়ার দাবিদার।