চেরাগ আলীর ফুটবল কাল
চেরাগ আলীর জীবনের সাথে ফুটবলের সম্পর্ক নানা-নাতির মতোই। নাতি যেমন তার নানার দাড়ি ধরে টান মারে তেমনই ফুটবলও চেরাগ আলীকে তার নাড়ি ধরে টান মারত। মাঝে মাঝে নানার টুপি খুলে নাতি যেমন দাওয়ায় ফেলে দেয় তেমনি ফুটবলও চেরাগ আলীর গামছাকে কোমর থেকে খুলে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিত। চেরাগ আলীর জীবনে ফুটবল জড়িয়ে আছে জালের মতো। পায়ে অসহনীয় ব্যথা কিন্তু ফুটবল খেলার সময় হলে চেরাগ আলী আর বাড়িতে থাকতে পারত না। বিকেলে খেলার মাঠে চেরাগ আলীর ফুটবলের চেরাগ একশ ভোল্টের বাল্বের মতো আলো দেয়। সারামাঠ বল নিয়ে দাপিয়ে বেড়ায় চেরাগ আলী। কোনো ক্লান্তি তাকে স্পর্শ করে না। বিপক্ষ দলের খেলোয়াড়রা…