আলহামদুলিল্লাহ। মহান আল্লাহপাকের নিকট অশেষ শুকরিয়া। ’জমশেদ আলীর মেহমানদারী” আমার দ্বিতীয় উপন্যাস। এ—পর্যন্ত এককভাবে আমার পাঁচটি গ‘ন্থ প্রকাশিত হলো। ’জমশেদ আলীর মেহমানদারী“ আশাকরি পাঠকদের কাছে সমাদৃত হবে। সাধারণ মানুষের চাহিদা অনেক কিন্তু সব চাহিদা পূরণ হয় না। গরিবের আশাগুলো সময়ের সাথে সাথে আপনাতেই মিলিয়ে যায়। জমশেদ আলী তালুকদার ওরফে জমু্রর এমনই একটি আশা বাস্তবায়ন হতে গিয়েও হয় না— এমন একটি আখ্যান নিয়ে আমার এ উপন্যাসটি। নব সাহিত্য প্রকাশনীর সম্মানিত প‘কাশ সাহেবের নিকট আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তিনি আমার পুরো উপন্যাসটি পড়ে প‘চ্ছদে যে মন্তব্য করেছেন তাতে আমি বিস্মিত ও কৃতার্থ।
উপন্যাসটি প‘কাশে আমি কোনোভাবেই জান্নাতুল ফেরদেদ্ধসী, ফারহা ইসলাম সেবা ও জান্নাতুল মারিয়ার সহযোগিতা ভুলতে পারব না।