তিন ফিট দূরত্বে থাকি-
এলোমেলো ভাবনাবৃন্দ, আর কতো?
মাস্কযুক্ত জীবন সংসার
স্বার্থহীন হোক মানবকল্যাণ।
ভালোবাসায় দেখি না ভালোবাসা
স্বপ্নে দেখি না কোনো স্বপ্ন।
বাড়ছে দূরত্ব দিন দিন,
মানুষেরা স্বপ্নহীন।
করোনা লাফাচ্ছে ভীত জোড়া জোড়া চোখ,
আবাল বৃদ্ধ বণিতার আতঙ্কিত জোড়া মুখ।
পরিবার নিয়ে থাকি আজও
আলীশান রোড়, বুধাগাজি পাড়া
গোরকঘাটা হাঁটে- ক্লান্ত যৌবন।