আমিও পুড়ে যাচ্ছি।
সকাল পুড়ছে, বিকাল পুড়ছে
পুড়তে পুড়তে-ভুলে যাচ্ছি বিগত ফুলের নাম;
মায়া আর বিবিধ স্মৃতির পাঠ… (বিগত ফুলের মায়া-১)
শীত-গ্রীষ্মের দুই প্রান্তে দু’জন আজ
দেখা নাই, কথা নাই।
আছে কিছু স্মৃতির ঝিনুক, সৈকতে দাঁড়িয়ে
এই ঝিনুক কুড়াতে কুড়াতে
আরও নেমে গেছি-সমুদ্রের গহীনে।
সেখানে হাঙর, সামুদ্রিক ঢেউ
তাতেই লুটোপুটি খাই, সময়ের টানে উল্টে উল্টে পড়ি… (বিগত ফুলের মায়া-২)