বাঙালি পাঠক সমাজের যখন বই পড়তে আলসেমী ধরে গেছে তখন ভাবলাম কতোটা ছোট করে একটি গল্প লেখা যায়। এই বইয়ের আটটি গল্প এমন ভাবে লিখবার চেষ্টা করেছি যা পড়তে গিয়ে পাঠকের মনে যেন ক্লান্তি না ধরে যায়, পড়তে গিয়ে যেন বার বার মনে হয়-এতো আমারি গল্প। হুম ‘গল্পগুলো কাল্পনিক নয়’ গল্পগুচ্ছের গল্পগুলো আপনাদের নিয়েই লেখা। এখানে যেমন হাসি আনন্দ আছে, আছে কষ্ট, আছে ভয়, সেই সাথে আছে ভ্রমণ পিপাসু পাঠকের বিদেশ যাত্রার রোমাঞ্চকর বর্ণনা; পাঠক নিজেই ঘুরে আসবেন আমার সাথে। এমন বিশ্বাস রেখে আমি প্রত্যাশা করছি বইটি জনপ্রিয়তা পাবে। আর হ্যাঁ, যারা এখান থেকে গল্প নিয়ে নাটক বানাতে চান তারা নিশ্চই আমার অনুমতি নেবেন, কে বলেছে নাটক বানানোর জন্য গল্পের অভাব এ দেশে! একবার পড়েই দেখুন, আপনার মনের মতো গল্প পেয়েও যেতে পারেন।