এই লেখাটা ঠিক ধারাবাহিক ইতিহাস নয়। ইতিহাসের খানিকটা র্পযালোচনা। এটাকে ঠিক রাজনীতির ইতিহাস না বলে সংস্কৃতির ইতিহাস বলা যেতে পারে।
বাঙ্গালী মুসলমানের জাতি হয়ে ওঠবার পর্বান্তরগুলো এখানে কিছুটা বোঝার চেষ্টা করা হয়েছে। এসব বিষয়ে অতীতে কেউ কেউ অবশ্যই লিখেছেন। কিন্তু হাল আমলে এসব বিষয় নিয়ে কথার্বাতা আমাদের মূলধারার আলোচনায় তেমন একটা দেখতে পাওয়া যায় না। এর কারণ অবশ্যই মতাদর্শিকভাবে বিভক্তি আমাদের সামাজিক বাস্তবতা।
আমার ইতিহাসের বিশেষজ্ঞতা নেই। কিন্তু বাঙ্গালী মুসলমানদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আমার একটা আগ্রহের জায়গা আছে। এই আগ্রহের জায়গা থেকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। কতটা সফল হয়েছে, পাঠক তা বিচার করবেন।