জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। জন্ম ১৯৬৪ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর। শুধু মুজিবপুত্র হবার কারণে ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট মাত্র ১১ বছর বয়সে তাকে প্রাণ দিতে হয় ঘাতকের বুলেটের মুখে। শিশু রাসেলের তাই বেড়ে ওঠা আর হয় না। এগারোতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে তার বয়স। অপার সম্ভাবনাময় এই শিশুটির পরিপূর্ণতায় বিকশিত হয়ে ওঠার সুযোগ দেয়নি ঘৃণ্য ঘাতকেরা।