ভালোবাসতে হলে সব হারানোর শক্তি থাকা চাই। প্রেমের কবিতা লিখতে চাইলেও অনেক কিছু ত্যাগ করার সাহস থাকতে হয়। প্রেমের কবিতা হলো একটা ফাঁদ, এই ফাঁদ পাততে হলে ফাঁদ এড়ানোর শক্তি নিজের ভেতরে সঞ্চয় করে তবেই এগুতে হয়।
প্রেমের ১০০ কবিতা, কর্পরের বিষাদ; কোনোটাই প্রেমের কবিতা নয়। সবকটা ফাঁদ। কোনোটা এড়িয়ে যাওয়ার মতো ঢিলে ডালা ফাঁদ ,আর কোনোটা চিরকাল আটকে থাকার মতো আটসাঁট। তবে যে প্রেমিক সে এইসব ফাঁদ এড়ানোর কৌশলে পটু।