ছাত্র জীবন সর্বোৎকৃষ্ট জীবন। ছাত্র জীবনের এ সময়টুকুই জীবন গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ন সময়। জীবনের ভিত্তি মজবুদের উত্তম সময়। তাই এই সময়ে একনিষ্ঠভাবে পড়ালেখায় মনোযোগ দিতে হবে। ভাল ফলাফল অর্জন করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। ফলাফল ভালো হওয়ার জন্য চাই পড়ালেখার যথাযথ সিয়ম ও কৈাশল জানা, রুটিন মাফিক পড়ালেখা করা। ছাত্র ছাত্রীদের পড়ালেখায় ভালো করার কৈাশল জানতে এ বইটি সহয়তা করবে।