এই মহা বিশ্বের মহাকালের সৃজনকর্তা যার কোলে প্রেরণ করেছিলেন আমাকে। পিতা মৃত মোঃ নূরুল ইসলাম মাতা রাজিয়া খাতুন। পৃথিবীতে এসে পেয়েছি রক্তের ছোঁয়া আমার ভাইদের স্বপন, আলম, দেলোয়ার। আত্মজ্ঞানের অভাবে বিবেকহীনতার বালুচরে যেন আটকে পরে না যায় রক্তের সম্পর্ক। দীর্ঘ জীবনে চলার পথে ধর্ম ঈ কর্ম, কর্ম ঈ ধর্ম। কুয়াশায় যেন ঢাকা না পরে সুন্দর এই ভুবন। মেঘ যেন আড়াল করতে না পারে হোক জ্ঞানের দর্শন, তাহমিনা আক্তার বৃষ্টি।