গল্প সংক্ষেপ
একজন মানুষ , সে যখন জন্ম নেয় তখন ঠিক থাকে সব। কিন্তু তার ঠিক কয়েক বছর পর শুরু হয় জীবন সংগ্রাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে একটা ছোটো বাচ্চার আবার কিসের জীবন সংগ্রাম?
ছোটোবেলা থেকেই বাচ্চার সব ইচ্ছা, স্বপ্ন এবং শখকে মাটিচাপা দিয়ে সিডি বানিয়ে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় টপার হতেই হবে, এ পেতেই হবে , বিসিএস ক্যাডার হতেই হবে, ২/৪টি বাড়ি বানাতেই হবে ইত্যাদি আরো কত্ত কী। সাথে থাকে পাশের বাসার আন্টি। এতেই শেষ নয়। জীবন যাত্রায় তাকে সহ্য করতে হয় অবহেলা এবং বৈষম্যের।