বাউল গান বাংলার একটি প্রধান ধর্ম সম্প্রদায়ের লৌকিক সাধনার ধারায় রচিত। বৌদ্ধ সহজিয়া, ইসলামি সুফীবাদ ও বৈষ্ণব সহজিয়া তত্ত্বের সমন্বয়ে বাউল ধারা প্রতিষ্ঠিত। এখানে বলা প্রয়ােজন বাউল তত্ত্বের মূলমন্ত্র ‘নিজকে চেনা’ এই নিজকে চেনার মধ্য দিয়েই বাউল সাধনার পথচলা। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি’, ‘আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনায়’, ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এ যেন নিজের সাথে অচেনা এক পথিক পথ চলছে। আর এই অচেনা পথিকের সঙ্গেই চেনা জানার সাধনায় বাউল গান তাদের সাধনতত্ত্ব বিভিন্ন গানের মধ্যে সাধকের বাণী। মনে করিয়ে দেয় আচার আচরণ।