কবির কাব্য ভাবনা প্রকাশ পায় তার কবিতায়। বহির্জগতকে কবি অন্তর্জগতে ধারণ করে নিজের মতো করে উপস্থাপন করেন কবিতায়। কবির প্রথম কাব্যগ্রন্থেই নিরন্তর অনুসন্ধানী এক কবি সত্তার পরিচয় পাওয়া যায়। নিজের অস্তিত্ব, বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গ্রাম বাংলার চিত্র, চারপাশের সামাজিক, রাজনৈতিক, ইহকাল, পরকাল এবং সাম্পতিক বিষয় উপস্থাপিত হয়েছে ‘নদীর নাম ইছামতি’ কাব্যগ্রন্থে। প্রাঞ্জল ভাষায় আবেগমাখা ছন্দময় উচ্চারণ আপ্লুত করবে পাঠককে। বইটি পাঠকপ্রিয় হবে এটাই বিশ্বাস।