তৃষিত অনুভব গ্রন্থের কবিতাগুলোতে প্রেম শব্দ ছন্দ সুর লয় তাল মিলে সংক্ষিপ্ত ও সংহত অবয়বে এক সমন্বিত শিল্পরূপ লাভ করেছে। এই গ্রন্থের কবিতায় ব্যক্তিগত বস্তুনিষ্ঠতা সত্তে¡ও সার্বজনীন আবেদন ও মূল্য লাভ করেছে। কাব্যের গভীরে ছড়িয়ে আছে প্রেমের অনুরণন, সৃজন, বিকাশ, পরিণতি; সর্বোপরি প্রেম কেন্দ্রিক হৃদয় দহনের সুতীব্র দুঃখবোধ। কবিতার প্রতিটিতে তিনি জীবনকে দেখেছেন ঘনিষ্ঠভাবে। শব্দকে ধারণ করেছেন স্বপ্নের অবয়বে। তৃষিত অনুভব গ্রন্থের প্রতিটি কবিতার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অন্তর্গত স্বপ্ন আর প্রেমের সৌরভ। আমার বিশ্বাস তার প্রতিটি কবিতা কবিতাপ্রেমি পাঠকের অতল ছুঁয়ে যাবে।