অ্যাকশন রিসার্চ হল কর্মের মাধ্যমে শিখন বা কাজ করে শেখা। এক বা একাধিক লোক একটি সমস্যা শনাক্ত করে, সমাধানের জন্য কিছু কাজ করে, কাজের প্রচেষ্টাসমূহ মূল্যায়ন করে এবং সন্তুষ্ট না হলে আবার চেষ্টা করে। আর এভাবেই ‘অ্যাকশন রিসার্চ’ পরিচালিত হয়। অ্যাকশন রিসার্চ হল সহযোগিতামূলক অনুসন্ধান, প্রতিফলন ও ডায়ালগের মাধ্যমে কারো অনুশীলন পরীক্ষা করা।
গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং (জিসিএফআইএল)