এই বইটিতে বিভিন্ন ধরনের কবিতা আছে। সামাজিক সমস্যা,নারী, প্রেম, ভালবাসা, বঞ্চনা সবই আছে। প্রতিটি বিষয় গভীর মমতায় তুলে আনা হয়েছে। কিছু কবিতা পড়তে পড়তে পাঠকের মনে হবে আরে এতো আমার জীবনে ঘটে যাওয়া কাহিনী।অথবা মনে হবে পাশের বাড়ির কারো ঘটে যাওয়া বা আত্মীয় স্বজনের জীবনে ঘটে যাওয়া কাহিনী।আশা করি, পাঠকদের কবিতাগুলো পড়তে বিরক্তির উদ্রেগ হবেনা।সহজ,সরল লেখনি পাঠকের নিশ্চয়ই মন কাড়বে।