‘তুবড়ানো গালের চামড়া টেনে ধরে আস্তে আস্তে একটা একটা করে চুল কেটে নামিয়ে আনছেন। মনে হচ্ছে যেন আমাজান জংগলের হাজার বছর বয়সী গাছগুলোকে ঝানু চোরেরা শব্ধহীন ইলেক্ট্রিক করাত দিয়ে কেটে নামিয়ে আনছেন। দাদুভাই দিনে দুবার সেভ করেন। তিনি বললেন, ‘জানো দাদুভাই, সেভ না করলে লোকে বুড়ো বলবে। নব্বই ছুঁই ছুঁই দাদুভাই নিজেকে এখনো সতেরো বছরের জোয়ান মনে করেন… জীবনটা কি মর্নিং স্কুল পেয়েছো নাকি! এগারোটা বাজতে না বাজতেই ঘন্টা বাজিয়ে দেবে! বারোটা, একটা, দুটা এভাবে সন্ধ্যা হোক!.. তারপর দেখা যাবে।… অংশটুকু ‘অল্প সল্প গল্প’ বই থেকে