বইটি মূলত মানব জীবনের নানাবিধ আবেগ, বিচ্ছেদ, ভালোবাসা, সহানুভূতি, উত্থান, পতন, নানারকম অভিমান, অনুযোগ এবং প্রাকৃতিক সৌন্দর্য ও বাস্তবতার এক অনবদ্য সংমিশ্রণ। বইটি নিমেষে আপনাকে দেবে প্রেমের প্রশান্তিময় স্পর্শ; কখনও দিবে প্রতিবাদী,ন্যায়ের রক্ত বন্যা; আবার কখনওবা মনে হবে বিরহী অপেক্ষার অন্তর্জ্বালায় নিজেকে বিবাগী পথিকের মত; প্রকৃতির অবারিত সৌন্দর্যের বর্ণনায় আবার হারাবেন কখনও; কোনক্ষেত্রে মনে হবে এইতো জীবন, এগুলোই প্রকৃতপক্ষে ব্যক্তির অনুভবের নানান অনুভূতি; বিবিধ ছন্দের এক মায়াবী বহিঃপ্রকাশ।