আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সুখ–দুঃখ, হাসি–কান্নায় অবিচল রাখি। হাসি–কান্নার মধ্যেও জীবনকে উপভোগ করি, ভালোবাসি। ঠিক সেভাবেই কবিতাকেও ভালোবাসি, ভালোবাসব।
এক একটি কবিতা আমাদের জীবনের এক একটি অধ্যায়। হাসি–কান্না, প্রেম–প্রীতি, ভালোবাসা, বিরহ—এসব নিয়েই মানুষের জীবন। জীবন বহমান নদীর মতো। কবিতা মানুষের জীবনেরই অংশ।