নতুন প্রভাত এলো হাসি রঙ ছড়িয়ে নতুনের আহ্বানে জাগলো ধরা মহাকাল জাগরনী সুর তোলে শোন ঐ স্বাগতিক গীত-মাঝে ঘুচলো জরা। পুরাতন থেকে কিছু নেই নুড়ি কুড়িয়ে আর বাকি সব থাক পড়ে পিছনে নতুন সূর্যে আজ হোক স্নান সমাপন চলো আজ মিশে যাই নব-নতুনে । দীপ খানি টেনে নেব ফিরে হাত বাড়িয়ে আঁধারটা ঠেলে দেই অতীতে যাক গুহা পথ চিনে চলি ভ্রান্তির আঁধারে দীপখানি তাই সদা আশিষে থাক।