‘বাঙলা সাহিত্যের রূপরেখা’ দ্বিতীয় খণ্ড প্রকাশিত হল। প্রথম খণ্ডে প্রাচীন ও মধ্যযুগের বাঙলা সাহিত্য আলােচিত হয়েছিল, তার ‘নিবেদনে’ আমি আমার দৃষ্টিভঙ্গি ও আলােচনা-পদ্ধতির কথা যা বলেছি, তার পুনরুল্লেখ নিষ্প্রয়ােজন। এই খণ্ডে আধুনিক যুগের বা নবযুগের বাঙলা সাহিত্যের আলােচনা আরম্ভ হল—মাত্র ইং ১৮০০ থেকে ইং ১৮৫৭-৫৮ পর্যন্ত কালের বাঙলা সাহিত্যের কথাই এ ভাগে বলা হয়েছে।