উপমা, সাদৃশ্য বা তুলনা সকল ভাষাতেই ব্যবহৃত হয়ে থাকে। উপমায় এক ধর্মবিশিষ্ট দুই ভিন্ন জাতীয় বস্তুর সাদৃশ্য কথিত হয়।
উপমান: যার সাথে উপমা দেয়া হয়। যার মতো বলা হয়।
উপমেয়: উপমার বিষয়ীভূত, যা উপমিত, যার উপমা দেয়া হয়। যেমন চাঁদের মতো মুখ। চাঁদ হ’ল উপমান, আর মুখ হ’ল উপমেয়।
সম্মানিত লেখক বক্ষমান পুস্তিকার নাম দিয়েছেন ‘মানবের উপমান অমানব’। এতে তিনি বোঝাতে চেয়েছেন যে, কুরআন ও সুন্নাহতে মানবের কী কী উপমা বর্ণিত হয়েছে, যা অমানব বা মানব ছাড়া অন্য কিছু জড় বা জীব।