মালতি দাস, আদি রুহিদাস সম্প্রদায়ের এক কালো গাত্র বর্ণের ঋষিকন্যা। তারা সামাজিকভাবে অবহেলিত এবং জাত-শ্রেণি বৈষম্যের কারণে অনগ্রসর এক জনগোষ্ঠী। নিলয় চক্রবর্তী, জার্মন প্রবাসী একজন তড়িৎ প্রকৌশলী। সে প্রগতিশীল, উদার এবং মানবিক গুণ সম্পন্ন এক ভদ্র তরুন। সে-নিগৃহীত, অবহেলিত ঋষিকন্যা মালতিকে ভালোবাসে। বিয়ে করতে চায় জাতিগত প্রথা-রীতি ভঙ্গ করে একজন সুন্দর মনের, সুন্দর রূপের, গুণবতী মালতীকে। সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে চায় সাম্যবাদ আর মানবিকতার।