আমার কাব্যপ্রেয়সির সাথে ঘর-সংসার প্রায় চল্লিশ বছর। এই শব্দনির্ভর সংসার জীবনে সাদা কাগজের উপর কালির ক্ষয় হয়েছে অনেক। লয় হয়েছে নিঃশ্বাসের সিংহভাগ। অতঃপর কয়েকটি দ্রোহি-প্রেমিক- বিপ্লবি-স্নিগ্ধ সন্তানের জন্ম। তাদের মলাটবন্দি করে বিদগ্ধ পাঠকের সামনে মায়ের মমতায় সদ্যভূমিষ্ঠ চাঁদমুখ দেখাবার স্পর্ধা করলাম। আশা করি পাঠক দরদি আত্মীয়ের মতো তাদের মুখে হেমলক তুলে দিবেন। যে হেমলক অমৃত হয়ে কালে কালে আশীর্বাদ ছড়াবে।