প্রকৃতপক্ষে, একটা অনিশ্চিত ভবিষ্যৎ’কে সামনে রেখে তারা শহর ছাড়লো। এমনি আরো অনেকে শহর ছাড়ছিল। কার্যত মানুষ রাতের আঁধারে পালিয়ে যাচ্ছিল। যা কিছু ছিলো, যা কিছু স্বপ্ন, যা কিছু সম্পদ, একগুচ্ছ স্মৃতি, কতগুলো বছর, ব্যর্থ সময়, কিছু হতাশা- তা সব ফেলে পালিয়ে বাঁচেছিল। নির্জন অন্ধকারে পথ খুঁজে নিয়েছিল তারা। অগণিত মানুষ পালিয়ে যাচ্ছিল। দেনায় পালিয়ে বাঁচছিল। আবেদ হোসেনের কথা আজ হঠাৎ মনে হলো তাহিরার। “কোথায় আবেদ হোসেন? কোথায় তার সেই মায়ের আঁচলের ছায়া?” আবেদ হোসেন মরে গেছে। আবেদ হোসেন পচে গেছে, মিশে গেছে মাটির সাথে। তাই আজ ছায়া নেই কোথাও। আজ হাহাকার চারিদিকে।