দেখ ভোর-
রাত্রি জেগে বসে আছে
ওর কালো চুলে বিলি কেটে কত খুঁজেছি সূর্যকে
পাইনি কোথাও
তুমি যদি পাও,
বলো তাকে
আমার কীভাবে কাটে দিনমান-
কুমারী এক রাত্রির পায়ে আ’লে জ্ব’লে
আমি হই তাহার প্রমাণ
যে আমি কোথাও নেই,
জানো তুমি ভোর
রাত-দিন খোঁড়াখুঁড়ি
আমার তো মেলে না কবর