অলৌকিক জ্যোৎস্নার ভেতর থেকে ছেলেবেলার দস্যু বনহুর মাঝে মাঝে সামনে এসে দাঁড়ায়। তার পরনে কবিতার পোশাক। কোনো এক বাগিনীর ক্ষুধার ভেতর যে ভাষার জন্ম সে ভাষায় কথা বলে (স। হেমন্তে ঝরা জলপাইয়ের পাতার কম্পন তোলে তার শব্দরাশি। ওমর কায়সারের দস্যু বনহুরের মতো’ কাব্যগ্রন্থ পাঠককে এক স্বপ্নমোহাচ্ছন্ন ভূমিতে আমন্ত্রণ জানায়। বিস্ময় ও বিস্মরণের পথ ধরে এ এক আশ্চর্য ভ্রমণ। ওমর কায়সারের কবিতার সঙ্গে পাঠকের পরিচয় গত চার দশক ধরে। নিজস্ব কাব্য ভাষার এক মণি খচিত ইমারত গড়ে তুলেছেন তিনি। দস্যু বনহুরের মতো’ কাব্যগ্র সেই ইমারতের গায়ে নতুন হীরকখণ্ডের মতো দ্যুতিড়াবে, তাতে সন্দেহ কি।