কবিতা সংখ্যালঘুর জন্যে, সম্মিলিত ও ব্যক্তিগতও। নেংটো নৃত্য সে, প্রলাপ। কখনও পোশাকপরা সম্রাটা-জাঁহাপনা। চিত্রিত ও চিৎকৃত। জনপদের সহজিয়া উতল, মরমি উৎসব। ঐতিহ্যের রঙ, উজাড় ভালোবাসা। স্বদেশ প্রত্যাবর্তন। এর সমস্তই বা আরও উল্লাস, আরও উদযাপন, আরও উনতা বা ফকিরি তরিকার খিন্নতা, এখানে গাঁথা আছে পরতে পরতে।