উৎসর্গ আমার সকল সুখ-দুঃখের সাথী, আমার জীবনসঙ্গী জাহানারা ঝিলু খান মহান একাত্তরে আমার যুদ্ধ দিনেও তুমুল গোলাবর্ষনের মধ্যে রণাঙ্গনের বাম্কারে আমার সাথে অটল থেকে কঠিন সঙ্কটকালে আমার দুই সন্তান বুকে নিয়ে নিরন্তর শঙ্কা বয়েছেন।আমি তাকে কোন আশার বাণী শুনাতে পারিনি। আমার চারটি সুসন্তান খালেদ শরীফ আরেফিন শুভ্র, শুবর্ণা আরেফিন রুমা, ওমর শরীফ আরেফিন ও শর্মিলা আরেফিন সিমন তার একান্ত সেবা ও প্রযত্নে লালিত হয়ে সাবলম্বী হয়েছে। আমরা সবাই তার ভালোবাসায় ঋদ্ধ, প্রেমমুগ্ধ ও কৃতার্ত। তার কাছে আমার চিরঋনী। তার করকমলে সমর্পিত আমার এই নগন্য সৃজন, হৃদিক প্রীতি ও শুভ কামনা।