কবিতাগুলো 1970 সাল থেকে 2021 পর্যন্ত বিস্তৃত সময়-পরিসরে রচিত। ফলে, কবিতার বিষয়-বৈচিত্র্য সহজেই চোখে পড়ে। একই সঙ্গে প্রকাশভঙ্গিমার ভিন্নতাও লক্ষণীয়। বলে রাখা দরকার, এইসব কবিতা কালানুক্রমিকভাবে সাজানো হয়নি। কেননা দেখা গেছে, ময়ুখ চৌধুরী থিমেটিক চেইন ও কবিতার মেজাজ অনুযায়ী কবিতা বিন্যাস করতে পছন্দ করেন।