শৃংখলিত এ জীবনে বোধ ক্রমশ হ্রাস পাচ্ছে। মানুষ হয়ে উঠছে পাথরের মতো। জীবনের বৈচিত্রও পাথরের মেকি রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। আপাতদৃশ্যে মনে হয়, মানুষের হাতে ফুল নেই, সবার হাতে কুঠাল। কেউ যেন ভালোবাসা জানে না, সাবার হাতে রক্তের দাগ। এমনই যখন অবস্থা, তখন শান্তির বাণী শোনাতে পারেন কেবল কবি।
সুমন রহমানের এ কবিতাগুলো জীবনেরই নআধাপাকা বুনন। দৃশ্যের অপরিণত ব্যাঞ্জনা কোথাও কোথাও দাঁড় করায়। শক্ত মনকেও মোহিত করে বিষয়বৈচিত্র দিয়ে। কবির সফলতা কামনা করি।