ভাঙা মুখ
বন্দী হতে হতে পা আটকে যায় বুকের কাছে। আয়নায় ছটফট
করে মুখ,মুক্তি নেই।
সংসার যেন কচু পাতার উপর একফোঁটা শিশিরবিন্দু। তিরতির করে বাতাসে ওড়ে রঙিন প্রজপতি। ডানা ভেঙে মুখ থুবড়ে পড়ে থাকে ঘুনে ধরা
খিলের পাশে। ভাঙতে না পারার এ আক্ষেপ নিয়ে কেটে যায় আমাদের
মানবজীবন।